আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এক কিশোরী


জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের হিদাগাড়ি গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী। ওই কিশোরীর নাম সারমিন আক্তার (১৫)। সে ওই গ্রামের হেলাল মিয়ার মেয়ে এবং নব্যচর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।  মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ও বঙ্গমাতা গার্লস সাপোর্ট ফাউন্ডেশন ১৩ ফেব্রুয়ারি রাতে বিয়েটি বন্ধ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি রাতে সারমিন আক্তারের বিয়ের আয়োজন চলছিল। বাল্যবিয়ের খবর পেয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম পুলিশ ও বঙ্গমাতা গার্লস সাপোর্ট ফাউন্ডেশনের কর্মকর্তাদের বিয়ে বন্ধের নির্দেশ দেন। ইউএনও’র নির্দেশে রাতেই মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ও বঙ্গমাতা গার্লস সাপোর্ট ফাউন্ডেশনের কর্মকর্তারা সারমিনের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়। পুলিশ আসার খবর পেয়ে মেয়ের বাবা ও মা আগেই বাড়ি থেকে পালিয়ে যান। ইউএনও’র নির্দেশে বঙ্গমাতা গার্লস ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু সাইদ শিশির সারমিনের পরিবারের অন্যান্য সবাইকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবহিত করেন। এ সময় আত্মীয়দের কাছ থেকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার আদায় করা হয়।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال