উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুরে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৬০৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলার মধ্যে সরিষাবাড়ী, মেলান্দহ, মাদারগঞ্জ ও জামালপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় ইতিমধ্যে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও ইসলামপুর উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকায় এই তিনটি উপজেলায় নির্বাচন বেশ জমে উঠেছিল। তবে ১০ মার্চ ভোটগ্রহণের দিন এই তিনটি উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। নির্বাচনকে কেন্দ্র করে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সরিষাবাড়ী উপজেলায় দুই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে নির্বাচনের তিনদিন আগে একজন প্রার্থী স্বেচ্ছায় সরে দাঁড়ালেও নির্বাচন আইন অনুযায়ী শুধুমাত্র ওই দুই প্রার্থীর জন্যই ভোটের আয়োজন করা হয়। এ ছাড়া জামালপুর সদর উপজেলায়ও তিনজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানেও ছিল না কোনো ভোটের আমেজ।
![]() |
১০ মার্চ বেলা সাড়ে ১০টার দিকে ভোটার শূন্য বকশীগঞ্জের ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়। ছবি : জামালপুরিয়ান |
এ প্রতিবেদন প্রকাশ করার আগে রাত পৌনে নয়টা পর্যন্ত পূর্ণ ফলাফল পাওয়া যায়নি।
আরো পড়ুন : জামালপুরের সাত উপজেলার চেয়ারম্যান হলেন যারা
আরো পড়ুন : জামালপুরের সাত উপজেলার চেয়ারম্যান হলেন যারা
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!