আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

বাংলারচিঠির সাংবাদিকদের সাথে মতবিনিময়

জামালপুর জেলা থেকে প্রকাশিত অনলাইন সংবাদপত্র বাংলারচিঠি ডটকম এর জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে রোববার অনুষ্ঠিত হয়ে গেল মতবিনিময় সভা ও ইফতার মাহফিল। জামালপুর শহরের মেডিকেল রোডে বাংলারচিঠি ডটকম এর নিজস্ব কার্যালয়ে বিকেল তিনটায় এ মতবিনিময় করা হয়। সেই সাথে বাংলারচিঠির সাংবাদিকদের পরিচয়পত্র বিতরণ করা হয়।

আমাকে বাংলারচিঠি ডটকমের পরিচয়পত্র দেন প্রধান অতিথি জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের সাংবাদিক আজিজুর রহমান ডল। ছবি: আলী অাকবর

বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের সাংবাদিক আজিজুর রহমান ডল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলারচিঠি ডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, সহ-সম্পাদক সানোয়ারুল ইসলাম সান, মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জাহিদুর রহমান উজ্জল তালুকদার, ইসলামপুর প্রতিনিধি কৃষিবিদ শফিকুর রহমান শিবলী প্রমুখ।  

মতবিনিময় সভায় প্রধান অতিথি আজিজুর রহমান ডলের সাথে বাংলারচিঠি ডটকম এর সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভা শেষে জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের সাংবাদিক আজিজুর রহমান ডল ও বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম বাংলারচিঠি ডটকম এর সাংবাদিকদের হাতে তাদের পরিচয়পত্র তোলে দেন। পরে সবার মাঝে ইফতারের খাবার বিতরণ করা হয়। 

মতবিনিময় সভায় বাংলারচিঠি ডটকম এর সহ-সম্পাদক সানোয়ারুল ইসলাম সান, নিজস্ব প্রতিবেদক আলী আকবর, জামালপুর প্রতিনিধি জুয়েল রানা, এম আলমগীর, মাহমুদুল হাসান মুক্তা ও মোহাম্মদ আরজু মিয়া, ইসলামপুর প্রতিনিধি কৃষিবিদ শফিকুর রহমান শিবলী ও লিয়াকত হোসাইন লায়ন, মাদারগঞ্জ প্রতিনিধি জাহিদুর রহমান উজ্জল তালুকদার, নকলা প্রতিনিধি শফিউল আলম লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় বাংলারচিঠি ডটকম সাইটের তদারকি প্রতিষ্ঠান ওয়েব এন্ড আইডিয়ার প্রতিনিধি আনন্দ ও রুবেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

এদিকে বাংলারচিঠি ডটকম এর প্রকাশক মাইনুল ইসলাম মুনু যুক্তরাষ্ট্র থেকে ফোনে পাঠানো এক বার্তায় বাংলারচিঠি ডটকম এর মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে অংশগ্রহণকারী আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পত্রিকাটিকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্যদিয়ে দেশে এবং দেশের বাইরে এর ব্যাপক প্রচার, প্রসার ও অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেছেন।    

পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

2 Comments

  1. শুভ কামনা ভাই।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ ভাইয়া। পাশে থাকুন।

      Delete
আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال