জামালপুর জেলা থেকে প্রকাশিত অনলাইন সংবাদপত্র বাংলারচিঠি ডটকম এর জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে রোববার অনুষ্ঠিত হয়ে গেল মতবিনিময় সভা ও ইফতার মাহফিল। জামালপুর শহরের মেডিকেল রোডে বাংলারচিঠি ডটকম এর নিজস্ব কার্যালয়ে বিকেল তিনটায় এ মতবিনিময় করা হয়। সেই সাথে বাংলারচিঠির সাংবাদিকদের পরিচয়পত্র বিতরণ করা হয়।
আমাকে বাংলারচিঠি ডটকমের পরিচয়পত্র দেন প্রধান অতিথি জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের সাংবাদিক আজিজুর রহমান ডল। ছবি: আলী অাকবর |
বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের সাংবাদিক আজিজুর রহমান ডল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলারচিঠি ডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, সহ-সম্পাদক সানোয়ারুল ইসলাম সান, মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জাহিদুর রহমান উজ্জল তালুকদার, ইসলামপুর প্রতিনিধি কৃষিবিদ শফিকুর রহমান শিবলী প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি আজিজুর রহমান ডলের সাথে বাংলারচিঠি ডটকম এর সাংবাদিকবৃন্দ। |
মতবিনিময় সভা শেষে জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের সাংবাদিক আজিজুর রহমান ডল ও বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম বাংলারচিঠি ডটকম এর সাংবাদিকদের হাতে তাদের পরিচয়পত্র তোলে দেন। পরে সবার মাঝে ইফতারের খাবার বিতরণ করা হয়।
মতবিনিময় সভায় বাংলারচিঠি ডটকম এর সহ-সম্পাদক সানোয়ারুল ইসলাম সান, নিজস্ব প্রতিবেদক আলী আকবর, জামালপুর প্রতিনিধি জুয়েল রানা, এম আলমগীর, মাহমুদুল হাসান মুক্তা ও মোহাম্মদ আরজু মিয়া, ইসলামপুর প্রতিনিধি কৃষিবিদ শফিকুর রহমান শিবলী ও লিয়াকত হোসাইন লায়ন, মাদারগঞ্জ প্রতিনিধি জাহিদুর রহমান উজ্জল তালুকদার, নকলা প্রতিনিধি শফিউল আলম লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় বাংলারচিঠি ডটকম সাইটের তদারকি প্রতিষ্ঠান ওয়েব এন্ড আইডিয়ার প্রতিনিধি আনন্দ ও রুবেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে বাংলারচিঠি ডটকম এর প্রকাশক মাইনুল ইসলাম মুনু যুক্তরাষ্ট্র থেকে ফোনে পাঠানো এক বার্তায় বাংলারচিঠি ডটকম এর মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে অংশগ্রহণকারী আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পত্রিকাটিকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্যদিয়ে দেশে এবং দেশের বাইরে এর ব্যাপক প্রচার, প্রসার ও অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেছেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!
শুভ কামনা ভাই।
ReplyDeleteধন্যবাদ ভাইয়া। পাশে থাকুন।
Delete