জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে একটি মৃত নবজাতক ছেলেশিশু উদ্ধার করেছে স্থানীয় গ্রামবাসী। শিশুটির পরিচয় না পেয়ে গ্রামের মুরব্বিদের সিদ্ধান্তে তার নাম মো. জিহাদ রেখে জানাজা শেষে নদের পাড়েই দাফন করা হয়েছে। ৯ মার্চ শনিবার সকালে সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের লক্ষ্মীরচর-নান্দিনা বাজার নৌঘাটের কাছেই নবজাতক শিশুটির মরদেহ পাওয়া যায়।
গ্রামবাসীরা জানান, ৯ মার্চ শনিবার বেলা ১১টার দিকে লক্ষ্মীরচর ইউনিয়নের লক্ষ্মীরচর-নান্দিনা বাজার নৌঘাটে ব্রহ্মপুত্র নদের পানিতে একটি নবজাতক ছেলেশিশু মৃত অবস্থায় ভাসতে দেখা যায়। জানাজানি হলে অনেক মানুষ ভিড় করেন শিশুটিকে দেখতে। পরে স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শিকড়ের কর্মকর্তা ও সদস্যসহ স্থানীয় যুবকরা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে নদের পাড়ে তুলে। শিশুটির বয়স (গর্ভাবস্থায়) আনুমানিক প্রায় ৮ মাস হবে। তার কোনো পরিচয় পাওয়া যায়নি। শিশুটির ধর্ম নিয়েও চিন্তায় পড়ে যান স্থানীয়রা। পরে লক্ষ্মীরচর ইউপি সদস্য মো. আছান আলীর উপস্থিতিতে স্থানীয় মুরুব্বিদের সিদ্ধান্তে শিশুটির নাম রাখা হয় মো. জিহাদ। বিকেল ৪টার দিকে নামাজে জানাজা শেষে নদের পাড়েই শিশুটিকে দাফন করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন শিকড়ের সভাপতি আকন্দ সৈকত এই প্রতিবেদককে বলেন, ‘ব্রহ্মপুত্র নদে নবজাতক শিশু পাওয়া যাওয়ার বিষয়টি জানাজানি হলে অনেক মানুষ ঘটনাস্থলে আসেন। কিন্তু শিশুটির কোনো পরিচয় পাওয়া যায়নি। পরে সদর থানা পুলিশের অনুমতিক্রমে শিশুটিকে নদের পাড়েই দাফন করা হয়েছে।’
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!