আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে ব্র্যাকের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


বিশ্বস্বীকৃত বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলায় ব্র্যাক ডে উদযাপিত হয়েছে। ২১ মার্চ বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে জেলার ৫০টি ব্র্যাক কার্যালয়ে একযোগে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে ব্র্যাকের জামালপুর আঞ্চলিক কার্যালয় দাপুনিয়ায় আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদের লিখিত বক্তব্য পাঠ, বিভিন্ন কর্মকাণ্ডের উপর ভিডিও তথ্যচিত্র প্রদর্শন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে আলোচনায় অংশ নেন জেলা ব্র্যাক প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. সাজ্জাদ হেসেন ভূঁইয়া, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) অরুপ কুমার সাহা, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক মো. আব্দুর রশিদ, মানবসম্পদ কর্মকর্তা মো. আবু ছাঈদ,  ডিএম (ওয়াশ) মো. হারুনুর রশিদ, আঞ্চলিক ব্যবস্থাপক (ইউপিজি) মো. কাজী উল কুজ্জাত, এবং  ডিএম (সিইপি) মো. নজরুল ইসলাম।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال