জামালপুর শহরের সকাল বাজারে অভিযান চালিয়ে সেঞ্চুরি বেকারি ও যমুনা বেকারির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২১ মার্চ বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাহিদুর ইসলাম ২১ মার্চ সকাল বাজারে সেঞ্চুরি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে বেকারির মালিক মো. আক্তার উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম একই দিন সকাল বাজারে যমুনা বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে বেকারির মালিক মো. হারুন অর রশীদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তাদের উভয়কে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!