‘সব অসম্ভব দেবো পাড়ি, আমি নারী’ এই প্রতিপাদ্যের আলোকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জামালপুরে মা’দের নিয়ে আলোচনা সভা করেছে পদ্মা ব্যাংক লিমিটেডের জামালপুর শাখা। ১১ মার্চ বিকেলে শহরের স্টেশন সড়কে ব্যাংকের কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
![]() |
পদ্মা ব্যাংকের উদ্যোগে নারী দিবসের আলোচনা সভা। ছবি : মাহমুদুল হাসান মুক্তা |
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের প্রভাষক দিল আফরোজ, জামালপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেহনাজ হক চৌধুরী, সহকারী শিক্ষক শাহীনা ফেরদৌস ও প্রশান্তি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মানসী গোস্বামী প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যাংকের শাখা উপ-ব্যবস্থাপক মো. মাহবুবুল আলম।
আলোচনা সভায় নারীদের সাফল্য ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আলোচনা সভায় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!