আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে নুসরাত হত্যার উপযুক্ত বিচার দাবি জানিয়ে টিআইবির মানববন্ধন


দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফেনীর নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সারা দেশে নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিতে জামালপুরের সচেতন নাগরিক কমিটি-সনাক ও টিআইবি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ৩০ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টার দিকে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জামালপুর সনাকের সভাপতি অধ্যাপক মীর আনছার আলীর সভাপতিত্বে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে ধারণাপত্র পাঠ করেন টিআইবির ইয়েস গ্রুপের সহ-দলনেতা সাদিকা আফরিন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, সনাক সহ-সভাপতি পারভীন তরফদার, সনাক সদস্য শামীমা খান, রনজিত বিশ্বাস খোকন, এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, ইয়েস সদস্য আফিয়া আফসানা, আফরিন খান, অপরাজেয় বাংলার জেলা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম প্রমুখ।


বক্তারা বলেন, নারীর অধিকার ও ক্ষমতায়নের নিশ্চিয়তা প্রদানে বাংলাদেশ সরকার বেশ কিছু সুনির্দিষ্ট আইন ও বিধিমালা প্রণয়ন করেছে। এসব আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ না করার ফলে নুসরাত হত্যার মতো নারী সহিংসতার সংখ্যা দিনদিন বাড়ছে। বক্তারা নুসরাত হত্যার উপযুক্ত বিচারসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতার ন্যায়বিচার এবং সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال