আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরের সাংবাদিক শফিক জামান আর নেই


জামালপুরের বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ প্রতিদিন ও এনটিভির জামালপুর জেলা প্রতিনিধি শফিক জামান আর নেই। তিনি ১২ এপ্রিল শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

তিনি ছিলেন অবিবাহিত। তাঁর মৃত্যুতে পরিবারের স্বৃজন, সাংবাদিক ও সুধীমহলে শোকের ছায়া নেমে আসে। শহরের দেওয়ানপাড়া এলাকার মরহুম আক্রামুজ্জামানের ছেলে শফিক জামান ছিলেন অবিবাহিত। মৃত্যুকালে তিনি তিন ভাই ও এক বোনসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১২ এপ্রিল শুক্রবার সন্ধ্যার দিকে সাংবাদিক শফিক জামান শহরের দেওয়ানপাড়ায় নিজ বাসায় আকস্মিক শারীরিক অসুস্থতা বোধ করলে সহকর্মী সাংবাদিক ও পরিবারের স্বজনরা তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাতেই তার মরদেহ জামালপুরে নিয়ে আসা হবে।

সাংবাদিক শফিক জামান জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি, জাতীয় কবিতা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক, উদীচীসহ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال