জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সোনাকুড়া গ্রাম থেকে গাছে ফাঁসিতে ঝুলন্ত আজিবুর রহমান (৩৫) নামের এক দরিদ্র শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ এপ্রিল শুক্রবার ভোরে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাংধরা ইউনিয়নের আমজাদ হোসেনের ছেলে শ্রমিক আজিবুর রহমান ২৫ এপ্রিল সারারাত বাড়িতে ফিরেননি। স্বজনরা রাতে তাকে খোঁজাখুঁজি করেন। ২৬ এপ্রিল ভোরে তার প্রতিবেশী এক নারী বাড়ির কাছে একটি গাছে আজিবুর রহমানকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখেন।
পরে স্থানীয় সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। এ ব্যাপারে দেওয়াগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, আজিবুরের লাশ জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!