আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপিত


জামালপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল-আমিই করবো ম্যালেরিয়া নির্মূল। জামালপুর সিভিল সার্জন কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।

বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভযাত্রাটি সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মো. সিরাজুল ইসলাম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক মো. শফিকুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, নার্স, নার্স শিক্ষার্থী ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ এ শোভাযাত্রায় অংশ নেন।

পরে সিভিল সার্জন কার্যালয়ের মুক্তিযোদ্ধা চিকিৎসক নজরুল ইসলাম সভাকক্ষে বিশ্ব ম্যালেরিয়া দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ব ম্যালেরিয়া দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক উত্তম কুমার সরকার, যক্ষ্মা ক্লিনিকের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক স্বাগত সাহা, সিভিল সার্জন কার্যালয়ের কণিষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান ও কীটতত্ত্ববিদ মো. মনজুরুল কবীর, ব্র্যাক জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম প্রমুখ।

সভায় মশাবাহিত সংক্রাম রোগ ম্যালেরিয়া জ্বর নিয়ে পূর্ব সতর্ক থাকার উপায় বা ম্যালেরিয়া নির্মূলে করণীয় কি কি এবং আক্রান্ত রোগীর চিকিৎসা ব্যবস্থাসহ সচেতনতামূলক নানা বিষয়ে বিষদ আলোচনা করা হয়।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال