আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে গ্রাম আদালত সচেতনতার কর্মশালা অনুষ্ঠিত


জামালপুরে জেন্ডার ও গ্রাম আদালত সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল বৃহস্পতিবার দিনব্যাপী জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ কবীর। স্থানীয় সরকারের উপ-পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ম জেলা জজ ও জেলা আইন সহায়তা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও গ্রাম আদালত কর্মসূচির জেলা মাঠ কর্মকর্তা মালিক শামিম আখতার।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলারচিঠিডটকম এর সম্পাদক ও মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম, দৈনিক সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল প্রমুখ।

কর্মশালায় সরকারি-বেসরকারি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনজীবী ও সাংবাদিকরা অংশ নেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال