জামালপুরের ইসলামপুর উপজেলায় বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে স্থানীয় দালান নির্মাণ শ্রমিকদের অংশগ্রহণে আন্তর্জাতিক মে দিবসের মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১ মে বুধবার সকালে স্থানীয় ডিস্ট্রিবিউটর মেসার্স আল আমিন ট্রেডার্স স্থানীয় থানা মোড়ে ইসলামপুর দালান নির্মাণ শ্রমিক কল্যাণ সংগঠনের কার্যালয় থেকে এ মিছিলের আয়োজন করে।
ইসলামপুর দালান নির্মাণ শ্রমিক কল্যাণ সংগঠনের সভাপতি মো. আব্দুল হাকিমের নেতৃত্বে মে দিবসের মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বসুন্ধরা সিমেন্টের ডিস্ট্রিবিউটর মেসার্স আল আমিন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আহমাদুল কবির মিনু, বসুন্ধরা সিমেন্টের টাঙ্গাইল এরিয়া সেলস ম্যানেজার মো. আব্দুল্লাহ, ইসলামপুরের টেরিটরি সেলস এক্সিকিউটিভ মোহাম্মাদেনেল মোতাসিম বিল্লাহ, ইসলামপুরের প্রকৌশলী মো. পারভেজ আলী, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম প্রমুখসহ পাঁচ শতাধিক দালান নির্মাণ শ্রমিক মে দিবসের এ মিছিলে অংশ নেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!