আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

ঘোষণা দিয়ে শুরু নয়, করে দেখিয়েছি

মনন মাহাদি
এর আগে অনেক কিছুই ঘোষণা দিয়ে শুরু করতে চেয়েছি, কিন্তু সম্ভব হয় নি। কিন্তু এই প্রথম কোনো কিছু করার পর লিখে জানাচ্ছি।  গত ৩ মে শুক্রবার শুরু করেছিলাম। আর আজ ১০ মে শুক্রবার সাতদিন হয়ে গেল।

আসলে মহান কোনো কিছু না। এই মুঠোফোন থেকে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্ট্রাগ্রাম অ্যাপ আনইন্সটল করে দিয়েছি শুধু। অন্যান্য সামাজিক যোগাযোগ অ্যাপগুলো আগে থেকেই নেই। কাজেই 'গাছ থেকে পাতা পড়লেও আমি নাকি স্ট্যাটাস দেই' - এই কথাটি অন্ততঃ সত্য নয়। এই সাতদিনে আর কি। 

শুধু কি তাই, অযথা স্ক্রলিং করা হয়নি। হতাশামূলক লেখাগুলো পড়া হয় নি। ভুল ও অপ্রয়োজনীয় তথ্য মাথায় প্রবেশ করেনি। আরো কত কি! মূল কথা সময় অপচয় হয় নি। যদিও আমি ফেসবুকে যোগাযোগ আরও এক বছর আগে থেকেই কমিয়ে দিয়েছি। 

তবে একেবারে কি দূরে থাকতে পেরেছি। সেটা অবশ্যই না। কারণ বাংলারচিঠিডটকমে যেহেতু কাজ করি এবং এর সাথে ফেসবুক পাতার একটি সম্পর্ক আছে তাই ডেস্ক কম্পিউটারে বসলে ফেসবুকে প্রবেশ করতেই হয় প্রতিদিন।  কিন্তু সেটা অবশ্যই লিংক শেয়ার পর্যন্তই আর টুকটাক মেসেঞ্জারে জরুরি যোগাযোগ, ছবি আদান-প্রদান ইত্যাদি।

বন্ধুদের অনেক অভিযোগ আছে। আছে চাপা ক্ষোভ। যাই হোক আমি নিজেকে জানার জন্য এটি করেছি। নিজেকে সময় দেওয়া জরুরি বেশি আগে। 

ফেসবুক যদিও বর্তমান বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম তবুও এটি হতাশা বাড়ায়। হতাশা থেকে দূরে থেকে অন্ততঃ উৎপাদনশীলতা বেড়েছে। যদিও এই লেখাটি ছাড়া অন্য কিছু এখনও উৎপাদন করিনি। তো দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়!

সবার জীবন সুন্দর হোক! 
(বিঃদ্রঃ লেখাটি সম্পূর্ণভাবে মোবাইলে লেখা ও প্রকাশ করা হয়েছে)   

পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال