পাঠক বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের শিক্ষাবিষয়ক দরকারি ওয়েবসাইটের তালিকা। এই সাইটগুলো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য যেমন দরকারি তেমন জনসাধারণেরও দরকারি। আমি মনে করি জানা থাকাটা দরকারি।
আরেকটা কথা না বললেই নয়, অনেক তরুণ ব্যবসায়ী বর্তমানে তথ্যের ব্যবসা করছে, তারাও এসব প্রতিনিয়ত ব্যবহার করে। কিন্তু হাতের মুঠোয় স্মার্টফোন এসে পড়ায় তরুণরা এখন বাড়িতে বসে, চলতে চলতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতেই তথ্য পেয়ে যাচ্ছে। যদিও বেশির ভাগ তরুণ ফেসবুকেই তথ্য পেয়ে থাকে বেশি। কিন্তু যারা পেজের এডমিন বা লেখালেখি করে তারা কিন্তু এসব সাইট থেকেই মূল তথ্য সংগ্রহ করে থাকে বিভিন্ন আপডেট নোটিশ দেখে।
চলুন তাহলে দেখে নেই তালিকাটি:
শিক্ষা মন্ত্রণালয় : www.moedu.gov.bd
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর : www.dshe.gov.bd
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর : www.dpe.gov.bd
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় : www.mopme.gov.bd
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) : www.nape.gov.bd
জাতীয় বিশ্ববিদ্যালয় : www.nu.edu.bd, www.nubd.info
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় : www.bou.edu.bd
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) : www.ugc.gov.bd
ঢাকা বিশ্ববিদ্যালয় : www.du.ac.bd
এডুকেশন বোর্ড রেজাল্ট : www.educationboardresults.gov.bd
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড : www.educationboard.gov.bd
ঢাকা শিক্ষা বোর্ড : www.dhakaeducationboard.gov.bd
চট্টগ্রাম শিক্ষা বোর্ড : www.bise-ctg.gov.bd
রাজশাহী শিক্ষা বোর্ড : rajshahieducationboard.gov.bd
সিলেট শিক্ষা বোর্ড : www.bise-sylhet.gov.bd
কুমিল্লা শিক্ষা বোর্ড : comillaboard.gov.bd
দিনাজপুর শিক্ষা বোর্ড : dinajpureducationboard.gov.bd
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড : www.bmeb.gov.bd
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড : www.bteb.gov.bd
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) : www.nctb.gov.bd
ই-বুক : www.ebook.gov.bd
শিক্ষক বাতায়ন : www.teachers.gov.bd
অনানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো : www.bnfe.gov.bd
ব্যানবেইস : www.banbeis.gov.bd
অন্যান্য সাইট :
লেখাপড়া বিডি : www.lekhaporabd.com
এডু আইকন : www.eduicon.com
প্রিয় পাঠক, আপনি যদি মনে করেন এখানে আরও কোনো ওয়েবসাইট যুক্ত করা করা দরকার, সেটা আমাদের জামালপুরিয়ান ( https://jamalpurian.blogspot.com/ ) ব্লগের কমেন্টে বা ইমেইল করে জানাতে পারেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!
This comment has been removed by the author.
ReplyDeleteবাংলাদেশের শিক্ষাবিষয়ক দরকারি ওয়েবসাইট গুলোর ঠিকানা জানতে পারলাম: https://www.mybdresults24.com/
ReplyDelete
Deletemybdresults24