জামালপুরের সমাজ উন্নয়ন ও সেবামূলক সংগঠন সংশপ্তক এবং শরীরচর্চা ও ক্রীড়া সংগঠন এ সাউন্ড হার্টের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সংগঠন দুটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি সকালে শহরের কাছারিপাড়ায় সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও সংগঠন দুটির পতাকা উত্তোলন করা হয়। পরে কেক কাটা, মিষ্টি বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শাহ কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এ সাউন্ড হার্টের পরিচালক ও সংশপ্তকের উপদেষ্টা হাফিজুর রহমান হাফিজ, সংশপ্তকের উপদেষ্ঠা সোহেল নূর খোকন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সুমন মাহমুদ, রাজু আহমেদ, বিদ্যুৎ হাসান, ইব্রাহিম, শফিকুল ইসলাম, সুমন,রাব্বী, শাহজাদা প্রমুখ।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!