আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

নুসরাতের ঘাতকদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন


ফেনীর সোনাগাজীর আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যাকারী দুর্বৃত্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামালপুরের নয়টি মাদরাসার আলিম পরীক্ষার্থী ও শিক্ষকরা। ১১ এপ্রিল বেলা ১টায় আলিম পরীক্ষা শেষে জামালপুর বেলটিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন জামালপুর সদর উপজেলা শাখা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট জেলা শাখার সভাপতি অধ্যাপক নওশের আলী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম আনোয়ারুল হক, সহ-সভাপতি মো. রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক কাজী মসিউর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক এম এ জলিল তারা, অধ্যক্ষ দ্বীন ইসলাম সরকার ও মাদরাসা শিক্ষক শারমিন রেজা প্রমুখ।

বক্তারা আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেন। নৃশংস এই হত্যাকাণ্ডের সাথে জড়িত দুর্বৃত্তদের ফাঁসির দাবি জানান তারা। বেলটিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের নয়টি মাদরাসার আলিম পরীক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال