আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

ঝড়ের সময় গাছচাপায় এক নারীর মৃত্যু


জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে কালবৈশাখী ঝড়ের সময় গাছচাপায় গুরুতর আহত অজুফা খাতুন (৩৫) নামের এক নারী হাসপাতালে মারা গেছেন। ৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। অজুফা খাতুন ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। ওই দুর্ঘটনায় তার সাথে থাকা ছয় বছরের মেয়ে কণা, অন্য দুই যাত্রী ও ইজিবাইকের চালক অক্ষত অবস্থায় বেঁচে যান।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে অজুফা খাতুন তার ছয় বছরের মেয়ে কণাকে নিয়ে সরিষাবাড়ীতে একটি ব্যাংক থেকে টাকা তুলে ইজিবাইকে করে সরিষাবাড়ী-জামালপুর সড়কে ধোপাদহ গ্রামে তার বাড়িতে ফিরছিলেন। পথে বিকেল সাড়ে ৪টার দিকে ভাটারা ইউনিয়নের পারপাড়া এলাকায় ঝড়ের কবলে পড়েন তারা। এ সময় রাস্তার পাশের একটি ইউক্যালিপটাস গাছ উপড়ে ইজিবাইকের ওপর পড়ে। এতে গাছচাপায় অজুফা খাতুন গুরুতর আহত হন।

স্থানীয়রা গুরুতর আহত অজুফা খাতুনকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কাজী রফিক তাকে মৃত ঘোষণা করেন।

গাছচাপায় মারা যাওয়া ওই নারীর দেবর মো. সুলতান এই প্রতিবেদককে বলেন, ঘটনার সময় ইজিবাইকটি ক্ষতিগ্রস্ত হলেও আমার ভাতিজি কণা, অন্য দু’জন যাত্রী ও ইজিবাইকের চালক অক্ষত অবস্থায় বেঁচে গেছেন। তবে কণা আহত না হলেও সে ভীষণ ভয় পেয়েছে।

জামালপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. শফিকুজ্জামান এই প্রতিবেদককে বলেন, ঝড়ের কবলে পড়ে গাছচাপায় গুরুতর আহত ওই নারীকে হাসপাতালে আনা হলে আমরা তাকে মৃত অবস্থায় পাই। পরে তার স্বজনরা মরদেহ নিয়ে গেছেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال