আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে এক মাদকাসক্তকে তিনদিনের কারাদণ্ড


জামালপুর শহরের রানীগঞ্জ বাজারে ৮ এপ্রিল সোমবার দুপুরে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় এক মাদকাসক্তকে আটক করে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আব্দুল্লাহ আল রনী এ আদালত পরিচালনা করেন। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় মিলন ঋষি (২৪) নামে এক মাদকাসক্তকে আটক করা হয়। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ (১) ধারায় তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী হাকিম মো. আব্দুল্লাহ আল রনী। 

মিলন ঋষি জামালপুর শহরের দক্ষিণ কাছারিপাড়া এলাকার মৃত বাহাদুর ঋষির ছেলে।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال