আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে চারজনকে ৬৯ হাজার টাকা জরিমানা


জামালপুর শহরের ব্রহ্মপুত্র নদের ছনকান্দা ফেরিঘাট ইজারাঘর এলাকায় ৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, নিরাপদভাবে খাবার সংরক্ষণ না করা এবং মিথ্যা পণ্য দ্বারা সেবা দিয়ে প্রতারিত করার অভিযোগে চারজনকে ৬৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবু আবদুল্লাহ খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মূল্য তালিকা প্রদর্শন না করা, নিরাপদভাবে খাবার সংরক্ষণ না করা এবং মিথ্যা পণ্য দ্বারা সেবা দিয়ে প্রতারিত করার অভিযোগে তিনজনকে ৬৭ হাজার টাকা জরিমানা করেন। জরিমানায় দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর পৌরসভার শাহপুর গ্রামের মৃত আজম আলীর ছেলে মো. আমীর আলী (৫২), চন্দ্রা গ্রামের মৃত আজগর আলীর ছেলে মো. আশরাফ আলী (৫৫) ও হাই স্কুল মোড় এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. মনিরুজ্জামান (৩৫)।

অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে একজনকে ২ হাজার টাকা জরিমানা করেন। জরিমানায় দণ্ডপ্রাপ্ত হলেন জামালপুর পৌরসভার শাহপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে বিপুল মিয়া (৫০)।

তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩ ও ৪৪ ধারায় এসব জরিমানা করা হয়।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال